কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতায় জনগণের অংশগ্রহণে ওয়ার্ড উন্নয়ন মূলক পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় মৌতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষদের নিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল।
কাজী রাব্বি হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম, মির্জা ছাদেক হোসেন, মহিলা সদস্য মাহফুজা আক্তার খুকু,শরিফা আক্তার ও মৌতলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক কাজী ফয়সাল হোসেন বিদ্যুৎ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী রাইছুল ইসলাম,কাজী রাজীব হোসেন ও শেখ শামছুর ইসলাম প্রমূখ।
Leave a Reply