বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ার সুবর্ণাবাদে সিভিএ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর) সকাল ১১ টায় সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন(সিভিএ) গ্রুপ মেম্বারদের আয়োজনে এবং রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল কুমার পাল’র সঞ্চলনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এইচ এ আব্দুল্লাহ গাজী, সুবর্ণাবাদ কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি সোহাগ হোসেন ও সুবর্ণাবাদ কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য বিধান সরকার।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এইচ এ আব্দুল্লাহ গাজী বলেন, আগে সুবর্ণাবাদ বাজারে গভীর নলকূপের ব্যবস্থা ছিলো না। যেখানে একটি হাইস্কুল, একটি সরকারী প্রাইমারী স্কুল, একটি কমিউনিটি ক্লিনিক, একটি পোস্ট অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। রাইটু টু গ্রো প্রোজেক্ট এর কর্মকর্তারা বিষয়টি তৎকালীন উপজেলা নিবার্হী অফিসারকে অবহিত করলে তিনি দ্রুত সময়ে সেখানে একটি গভীর নলকূপের ব্যবস্থা করে দেন। এছাড়া রাইট টু গ্রো প্রোজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শকের তদারকিতে সিএসজি কমিটির সদস্যরা নিয়মিত সভা করছে, বাড়ছে সেবার মান। দরিদ্র পরিবার চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তার জন্য নিয়মিত তদারকি চলছে এবং ঔষধের বরাদ্ধ বাড়ানোর জন্য জাতীয় পর্য্যায়ে অ্যাডভোকেসি করা হচ্ছে যেটি চলমান রয়েছে। পরিশেষে রাইট টু গ্রো প্রোজেক্ট’ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমে খুশি হয়ে তিনি এই প্রোজেক্টকে ধন্যবাদ জানান।
এসময় ইউপি সদস্যা শ্যামলী রাণী, সিভিএ সদস্য শহিদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম,সাইফুল ইসলাম, সিপি-সোনিয়া রুপা, সেবা দানকারী প্রতিষ্ঠান প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি, সিভিল সোসাইটি অর্গনাইজেশন (সিএসও) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply