আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: শান্ত সাতক্ষীরাকে অশান্ত করার ষড়যন্রকারী আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার নের্তৃবৃন্দ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা কোর্ট চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি (পিপি) এ্যাডঃ শেখ আব্দুস সাওার। সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ আকবর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাডঃ এবিএম সেলিম, সংগঠনের সাঃ সম্পাদক এ্যাডঃ এএসএম আশরাফুল আলম, জিপি এ্যাডঃ অসীম কুমার মন্ডল, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ আলমগীর আশরাফ, যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোঃ মোস্তফা জামান, এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো, এ্যাডঃ মোঃ নুরুল আমিন, এ্যাডঃ গোলাম গনি দুদু, এ্যাডঃ এবিএম আনিসুজ্জামান, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ আবু সাইদ রাজা, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, এ্যাডঃ শাহরিয়ার হাসিব, এ্যাডঃ সোহরাব হোসেন বাবলু, এ্যাডঃ জিয়াউর রহমান, এ্যাডঃ এসএম সালাহউদ্দিন, এ্যাডঃ ইমরান শাওন, এ্যাডঃ জাহাঙ্গীর আলম, এ্যাডঃ সিরাজুল ইসলাম(৫), এ্যাডঃ আব্দুল জলিল (৩), এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন যে বা যারা সাতক্ষীরা কে অশান্ত করার চেষ্টা করবে তাদের প্রতিহত করতে হবে। আইন অমান্যকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের দেখা মাত্র পুলিশের নিকট সোপর্দ করার দাবীসহ অপরাধিদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশ শেষে কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে আইনজীবী সমিতির সামনে শেষ হয় ।
Leave a Reply