নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের মধ্যে প্রথম একটি বিরল প্রজাতির পাখি ধরা পড়েছে। রবিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা মোহনপুর গ্রাম থেকে পাখিটি উদ্ধার করা হয়। পাখিটির নাম রাজহংসি । সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামের নাইম হোসেন জানান,গতকাল সকালে মোহনপুর গ্রামের নৌখালে পাখিটি উড়ে এসে পড়ে। পরে গ্রামের এক ছেলে পাখিটি আটক করে । তাৎক্ষনিক উৎসুক জনতা দ্রুত এসে পাখিটি উদ্ধার করে । পাখিটির ওজন ৭-৮ কেজি।বাংলাদেশ বন্যাপ্রনী অপরাধ দমন ইউনিটের বন্যাপ্রানী পরির্দশক আব্দুলাহ সাদিক জানান,এ পাখিটি বাংলাদেশে প্রথম দেখা পাওয়া গেলো। এটির নাম রাজহংসি। পাখিটি সাইপ্রাস থেকে এসেছে।
Leave a Reply