নিজস্ব প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৃথক দুটি স্থানে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার বেলা ১১ টায় জেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে শহরের হাটের মোড়ে এবং জেলা বিএনপির য়ুগ্ন আহবায়ক ও সাবেক সদস্য সচিব তারিকুল হাসানের নেতৃত্বে শহরের অদুরে আলিপুর চেকপোস্ট এতিমখানার হলরুমে উক্ত দোয়া মাহফিল ও খাদ্য বিতরন করা হয়।
জেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের সঞ্চালনায় শহরের হাটের মোড়ে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক শের আলী, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা বিএনপির সদস্য-সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. এবিএম সেলিম, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল প্রমুখ।
এদিকে, জেলা বিএনপির অপর অংশের আয়োজনে সোমবার দুপুর ২টায় সাতক্ষীরা শহরের অদূরে আলিপুর চেকপোস্ট এতিমখানা হলরুমে দোয়া মাহফিল এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়েছে। জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রউফ এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সাবেক সদস্য সচিব তারিকুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএপির যুগ্নসম্পাদক ও তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, শ্যামনগর বিএনপি’র সভাপতি আব্দুল অয়েদ মাস্টার, জেলা বিএনপি’র সদস্য এ্যাড. তোজ্জাম্মেল হােসেন, আবুল হাসান হাদি, মাসুম বিল্লাহ শাহিন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য পৌর ৩নাং ওয়ার্ড কাউনন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন সিকদ্দার, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমূখ।
অনুষ্ঠান থেকে এ সময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং ৬ শতাধিক এতিম ও দঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান।
Leave a Reply