জিয়াউর রহমান: সাতক্ষীরায় জামাতার বাড়িতে যাওয়ার সময় সড়কে শ্বশুরের প্রাণ নিল ঘাতক আলম সাধু। এই হৃদয় বিদারক দুর্ঘটনাটি শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা খুলনা মহাসড়কে ত্রিশ মাইল এলাকায় অগ্রগতি রিসোর্স সেন্টারে সামনে ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক আলম সাধুকে আটক করেছে। নিহত বাগেরহাট জেলা সদরে কালিদিয়া গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত বিজিবি’র সদস্য এমডি মাসুদ রানা ও আহত তার স্ত্রী শেফালী।
স্থানীয় সূত্রে জানাগেছে, বাগের হাট থেকে ছেড়ে আসা মটর সাইকেলে সাতক্ষীরায় আসছিল আপর দিকে সাতক্ষীরা থেকে চুকনগর দিকে যাওয়া দ্রুতগামী আলম সাধু ওই মটর সাইকেলের সামনে সজরে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। সাথে থাকা স্ত্রী পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষন পর পর স্ত্রী স্বামী কোথায় বলে জানতে চাচ্ছেন।
সাতক্ষীরা কলারোয়া রাজপুর গ্রামে জামাতা জানান, আমি বিদেশে যাব সকল প্রস্তুতি সম্পন্ন। আমার জন্য প্রয়োজনীয় অর্থ নিয়ে বাগের হাট থেকে সাড়ে তিনটায় সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন শ্বশুর শ্বাশুড়ী। রাতে জানতে পারলাম শ্বশুরের লাশ সদর হাসপাতালে। এদিকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাগেরহাট গ্রামের বাড়িতে ও সাতক্ষীরায় মেয়ের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, নিহতের লাশ সুরত হালের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply