নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ৮ম ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের চালতেতলা ক্যাথলিক মিশন হলরুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি /ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ৮ম ডায়ালগে সভাপতিত্ব করেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্ত্রী।
ডায়ালগে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: হাসান আলী, কমিউনিটি ফ্যাসিলেটেটর অর্চনা মল্লিক, প্রাকটিক্যাল এ্যাকশন’র পৌরসভা সমন্বয় কর্মকর্তা শেখ সুজা উদ্দিন, ফেসিলিটেটর সোহাগ নাগ প্রমুখ।
উক্ত ডায়ালগ সভায় পূর্ববতী ডায়ালগে চিহ্নিত সমস্যাগুলির অগ্রাধিকার তালিকানুযায়ী পৌরসভার ইটাগাছা পূর্ব পাড়ায় মৃত ব্যক্তির মরদেহের গোসল খানা নির্মাণের বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহন। এছাড়াও পরবর্তী প্রকল্প প্রস্তাবনায় ময়লা আবর্জনা অপসরণ ও ড্রেন সংস্কার বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্যোস্যাল ল্যাব’র ভলেন্টিয়ার মোজাম্মেল হক।
Leave a Reply