নিজস্ব প্রতিনিধি: জি২পি পদ্ধতিতে ভাতা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহর সমাজসেবা কার্যালয়ের হলরুমে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ সচিব) মো. আব্দুর রহমান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী টিপু সুলতান, শেখ হেমায়েত হোসেন, নগদ এর প্রতিনিধি শরিফ মাহমুদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার তরিকুল ইসলাম।
Leave a Reply