নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম সুভাষ চন্দ্র দাস (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের ভীম চন্দ্র দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বিকাল ৪টার দিকে সুভাষ চন্দ্র দাশ ব্যাংদহা পুজা মন্দিরের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি চলন্ত মোটর সাইকেল তাকে সজোরে আঘাত করে। তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ব্যাংদহা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মোটর সাইকেলটি চালাচ্ছিলেন ব্যাংদহা বাজারের আল্লার দান শেখ ট্রেডার্সের কর্মচারি, টিকেট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাহিদ হোসেন (১৭)।
Leave a Reply