নিজস্ব প্রতিনিধি: নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার নার্সারী ও প্রথম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা ফুলবাড়ী কৈখালীস্থ নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম (আসাদ)। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাও. যুবায়ের, সহকারী শিক্ষক মাও. বেলাল হুসাইন, মাও. আহমাদুল্লাহ সিদ্দিকী, মাও. আবু বকর সিদ্দিক, নূরুল ইসলাম, মো. ফারুক হোসেন, সাব্বির হোসেন জুয়েলসহ মাদ্রাসার শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক হাফেজ মাও. মুফতি ক্বারী হাবিবুল্লাহ হাবিবী।
Leave a Reply