1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মুজিববর্ষের গৃহ উদ্বোধন সম্পর্কে প্রেসব্রিফিং - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰প্রথম আলোর বিভ্রান্তিকর রিপোর্টের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি📰সদরের সাব রেজিষ্ট্রার অফিসের ঘুসের টাকা গ্রহনকারী মহসিনের ক্ষমতার উৎসাহ কোথায়? (১ম পর্ব)📰স্বামী-সন্তানকে ফেলে পরকীয়ায় রেহেনা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ📰পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক📰পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির সিসি ক্যামেরার প্রদান📰শ্যামনগরের ৭০টি পূজা মন্দিরে বিএনপির উপহার হস্তান্তর📰সাগরে লঘুচাপ, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত📰সাতক্ষীরায় “বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন”এর জেলা কমিটি অনুমোদন📰পিআরসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ📰কালিগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরায় মুজিববর্ষের গৃহ উদ্বোধন সম্পর্কে প্রেসব্রিফিং

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৩ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো ৩৬৪টি ভূমিহীন গৃহহীন পরিবার ঘর পেতে যাচ্ছে। আগামীকাল বুধবার (৯ আগস্ট ২০২৩) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যদিয়ে উক্ত ঘর হস্তান্তর করবেন। মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সিনিয়র সহকারী কমিশনার কৃষ্ণা রায়সহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেসব্রিফিংয়ের লিখিত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্ন ছিল তাঁর দেশের মানুষ কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ মর্মে নির্দেশনা প্রদান করেছেন। উক্ত নির্দেশনা বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারের অনুকূলে ০২ শতাংশ জমি ও ঘর নির্মাণ করে পুনর্বাসন করা হচ্ছে।
সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে এ জেলায় ১ম পর্যায়ে ১১৪৮টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি ও ৪র্থ পর্যায়ের ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ২১৯টি ঘরের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। মোট ৩ হাজার ২২৭টি পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ভূমিহীন পরিবারসমূহকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।
জেলা প্রশাসকের লিখিত বক্তব্যে আরো জানানো হয়, সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যেই উক্ত উপজেলাসমূহকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় মোট ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দু’টি উপজেলাকেও ভূমিহীনযুক্ত ঘোষণা করার প্রস্তাব ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। (তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যবিধ কারণে এ শ্রেণিতে নতুন কোন অন্তর্ভুক্তি হলে পরবর্তীতে তা দ্রুততম সময়ে পুনর্বাসন করা হবে)
হুমায়ুন কবির আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট ২০২৩ তারিখ বুধবার সকাল ১০টায় সারাদেশের ৪ পর্যায়ের ২য় ধাপের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ৪০টি, কালিগঞ্জ উপজেলার ১১৭টি ও আশাশুনি উপজেলার ২০৭টি মোট ৩৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে।
জেলা প্রশাসকের লিখিত বক্তব্যে আরো বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা নির্ধারিত ডিজাইন অনুযায়ী ঘর নির্মাণ করে গৃহহীন পরিবার পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এ মহতী উদ্যোগ গ্রহণের কারণে গৃহহীন পরিবারসমূহ সেমিপাকা ঘরসহ বাসস্থান পাচ্ছে, তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে এবং তারা প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে খুব খুশি। এ ধরণের মহতী উদ্যোগে আমরা সহযোগী হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান ও গর্বিত মনে করি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

alternatetext

বার্তা সম্পাদক: দৈনিক আজকের সাতক্ষীরা

সিনিয়র নির্বাহী সম্পাদক :

মো: মিজানুর রহমান ... 01714904807

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd