সাতক্ষীরা থেকে: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৩৪২ জন। এর মধ্যে ২৮২ জন সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত দুই দিনে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী এসেছে ১৫ জন। একই সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন। বর্তমানে হাসপাতালে চিকিসাধীন রোগী রয়েছে ৩০ জন। যা দুইদিন আগে ছিল ৪৭ জন। সেই হিসাবে রোগীর চাপ কিছুটা কমেছে।
Leave a Reply