নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শহরের পলাশপোল এলাকায় আদালতের নির্দেশে অন্যের জমি দখল করে নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় সাতক্ষীরা জজকোর্টের প্রসেস সার্ভেয়ার কাজী আলমগীর কবীরের নেতৃত্বে। এসময় আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্য পুলিশ সদস্যরা তাকে সহযোগিতা করে। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে সাংবাদিক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সরজমিনে আদালতের কাগপজত্র ও সাতক্ষীরা সিনিয়র সহকারী জজ আদালত সূত্রে জানা যায়, জমির মালিক মোঃ শরিফুল ইসলাম খান নিজের জমি ফিরে পেতে দখলদার মোঃ আব্দুর রহমান বাবুর বিরুদ্ধে আদালতে এসিসি জারী ০১/২২নং মামলা দায়ের করেন। ওই মামলায় বাদী মোঃ শরিফুল ইসলাম ডিক্রীপ্রাপ্ত হন। পরবর্তীতে ১৬ আগস্ট ২০২৩ তারিখ আদালত ওই জমির উপর অবৈধভাবে দখল করে নির্মিত একতলা ভবন উচ্ছেদ করতে দিন ধার্য্য করেন এবং উচ্ছেদ পরবর্তী আগামী ২৪ আগস্টের মধ্যে দখলকারীকে উচ্ছেদ করে জমির মালিককে জমির দখল বুঝিয়ে দিয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তারই ধারাবাহিকতায় বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় আদালতের লিখিত আদেশের পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ডিক্রীপ্রাপ্ত জমির সীমানা নির্ধারণ করে সরকারি নিয়ম অনুযায়ী লাল পতাকা দিয়ে চিহ্নিত করেন আদালত র্কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নিয়ম অনুযায়ী ঢোল পিটিয়ে ঘোষণা দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানে দায়িত্ব পালনকারী পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ‘আদালতের নির্দেশনা মেনে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। জানমালের নিরাপত্তার স্বার্থে এবং কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সতর্কভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছি’।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সাতক্ষীরা জজকোর্টের প্রসেস সার্ভেয়ার কাজী আলমগীর কবীর জানান, ‘আমরা আদালতের নির্দেশে সকল নিয়মকানুন মেনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি’। এদিকে, মামলার বিবাদী অবৈধ দখলদার মোঃ আব্দুর রহমান বাবু বলেন, ‘আমার প্রতি অবিচার করা হচ্ছে’।
Leave a Reply