নিজস্ব প্রতিনিধি; সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর সানাপাড়া মসজিদের টাকা চুরির অভিযোগে দু’জনকে আটক করেচে স্থানীয় জনতা। সিসি ক্যামেরা ফুটেজ দেখে স্থানীয় জনতা দু’জনকে সনাক্ত করে। সোমবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার কুচপুকুর এলাকার আমের আলী (৫৫) ও আকবর আলীর ছেলে ইমরান। পরে তাদেরকে সদর থানা পুলিশে সোর্পদ করা হয়।
স্থানীয়রা জানান, গত দিবাগত রাতে কাশেমপুর সানাপাড়া জামে মসজিদ, স্কুল সংলগ্ন জামে মসজিদ ও বালিয়াডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের দানবক্স ভেঙে টাকা চুরিসহ বালিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের সেচ মোটর চুরি হয়। একপর্যায়ে সানাপাড়া জামে মসজিদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমের আলী ও ইমরানকে সনাক্ত করা হয়। সোমবার সকালে আমের আলী ও ইমরানকে আটক করে স্থানীয় জনতা।
পুলিশের সহায়তায় আটককৃত ইমরানের বাড়ি থেকে টাকা ও মটরভ্যানের একটি ব্যাটারি উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান। স্থানীয়রা আরো জানান, ইতোপূর্বে সদর উপজেলার কাশেমপুরের সানাপাড়া জামে মসজিদ, বাইপাস বায়তুন নুর জামে মসজিদ, স্কুল সংলগ্ন জামে মসজিদ টাকা চুরি, কাশেমপুর উলুম মাদ্রাসার দানবক্সের তালা ভেঙ্গে টাকা ও অন্যান্য মালামালসহ বালিয়াডাঙ্গা এলাকার হকের সেচ মটর, শহিদুল ইসলামের বিদ্যুৎ তার চুরি হয়।
এছাড়াও গত বছরে কাশেমপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সামনে অনলাইন কম্পিউটার দোকানের টিনের ছাউনি কেটে কম্পিউটার, পিসিসহ অন্যান্য মালামাল ও টাকা চুরি করে নিয়ে যায়।
তবে আটককৃত ইমরান স্থানীয় লোকজনের কাছে স্বীকাররোক্তি অনুযায়ী জানাগেছে অনলাইন কম্পিউটার দোকানের টিনের ছাউনি কেটে কম্পিউটার, পিসিসহ অন্যান্য মালামাল ও টাকা চুরি করে নিয়ে আবাদেরহাটে একটি দোকানে বিক্রি করে এবং সানাপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে চুরি এবং বিভিন্ন স্থানে সেচ মটর চুরি করে তারা।
সানাপাড়া জামে মসজিদের দাতা সদস্য নজরুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ দেখে দুই জনকে আটক করা হয়। এই মসজিদে কয়েকবার চুরি হয়েছে। ইতোপূর্বে সিসি ক্যামেরা ফুটেজ দেখে এক জনকে আটক করা হয়।
এ বিষয়ে সদর থানার পুলিশের এসআই মেহেদী বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় জনতা দুই জনকে আটক করে রেখেছে।
এরপর ওই দুই জনকে নিয়ে ইমরানের বাড়িতে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে যায়। এসময় ইমরানের বাড়ি থেকে মসজিদের দানবক্স থেকে নেওয়া কিছু টাকা উদ্ধার করা হয়। আইন অনুযায়ী দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply