নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ১১টায়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার ফেব্রুয়ারি মাসের অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি,গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল,আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার গুরুত্বারোপ করেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও সাতক্ষীরার সকল থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার সাতক্ষীরার আইনশৃঙ্খলা ও মানুষের সেবা প্রদানে পুলিশ এর কর্মকর্তাসহ সকল পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হককে ভূয়সী প্রশংসা করেন।
উক্ত অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, টিআই(অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।
Leave a Reply