নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদ কতৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদ হলরুমে অত্র পরিষদ এর নির্বাহী কর্মকর্তা সাধন কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, মহিলা সদস্য মাহফুজা খাতুন রুবিসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদ এর ইন্জিনিয়ার ও কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভায় অতিথি গন বলেন দেশের উন্নয়নের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ এর দৃড়তার সাথে কাজ করছেন। আপনারা যে অর্থ পেয়েছেন সেটা যথাযথ ব্যবহার করবেন, এই দেশ আমাদের এবং এই দেশ উন্নয়ন করার জন্য প্রত্েযকের দায়িত্ব আছে কারণ একার পক্ষে সব কাজ করা অসম্ভব তাই দেশ ও দেশের মানুষের কল্যাণে সর্বধিক গুরুত্বর বিষয় আরপ করেন। আলোচনা শেষে বিভিন্ন কাজের জন্য ৮২ টি প্রকল্পের বরাদ্দ ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করেন ৮২ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির ব্যক্তির নিকট। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন জেলা পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব এস এম খলিলুর রহমান।
Leave a Reply