তুহিন হোসেন: সাতক্ষীরা কালেক্টরেট পার্ক ও ভেষজ উদ্যানের ফলক উন্মোচন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। বুধবার (২৪ মে) বিকাল ৫টায় সাতক্ষীরা কালেক্টরেট পার্ক ও ভেষজ উদ্যানের উদ্বোধনকালে খুলনা বিভাগীয় কমিশনার বলেন, ‘খুব অল্প সময়ের ব্যবধানে সাতক্ষীরা কালেক্টরেট পার্ক ও ভেষজ উদ্যানের পার্কটি দৃষ্টিনন্দন হয়েছে। এই পার্কের কারনে চারপাশের সরকারি অফিস গুলোর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। কেউ এই গাছে হাত না দিলে আমার বিশ্বাস গাছ গুলো বড় হবে। পার্কটি দেখে অনেকেই বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে উদ্বুদ্ধ হবে।’
বিভাগীয় কমিশনার আরোও বলেন, সরকারের যাবতীয় উন্নয়ন প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের কাঁধে। এসব প্রকল্পে দুর্নীতি-অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবেনা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলেন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষাক্ষেত্র ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অফিসারদের আরও দায়িত্বশীল হতে হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ। উদ্বোধন শেষে পার্কে মধ্যে রক্তচন্দন গাছ রোপণ করেন বিভাগীয় কমিশনার।
Leave a Reply