আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: শুভ জন্মদিন তানহা মনির। দেখতে দেখতে ৮ বছরে পা রাখলেন মুবাশশিরা নূর তানহা। দৈনিক যশোর বার্তার সহ সম্পাদক এম মুজাহিদের একমাত্র কন্যা মুবাশশিরা নূর তানহা গত ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর জন্ম গ্রহন করেন। তানহা মনির আগামী সুন্দর ভবিষ্যতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন। এছাড়াও তানহা মনির আব্বু-আম্মু, দাদা-দাদি, নানা-নানি, খালা-খালু, ফুফু-ফুফা, চাচ্চু সহ সকল আতœীয় স্বজনরাও দোয়া কামনা করেছেন। এক প্রতিক্রিয়ায় সাংবাদিক এম মুজাহিদ বলেন, সন্তান, ছেলে-মেয়ে হল সূর্যের আলোর মতো। যা আমাদের (মা-বাবা)’র জীবনের দৃষ্টিপাতে প্রতিচ্ছবি দিয়ে সুন্দর রংধনু তৈরি করে। আলহামদুলিল্লাহ্। সন্তান তথা ছেলে-মেয়ে হল পিতা-মাতার জন্য মহান আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত। সন্তানদের মধ্যে মা-বাবার জন্য কন্যা সন্তান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পুরস্কার। তানহা মনির আগামী সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার বাবা-মা।
Leave a Reply