নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষিকাকে শ্লীলতাহানি ও অকথ্য ভাষায় গালি-গালাজ করার প্রতিবাদে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা টু আশাশুনি সড়কে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শিক্ষিকা আকলিমা খাতুন, ১০ শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম ফেরদৌস, মাছুম বিল্লাহ, সিরাজুম মুনিরা, আল মামুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতির পদ পাওয়ার পর থেকে স্কুলের কোন শিক্ষককে তিনি আর শিক্ষক মনে করেন না। তিনি শিক্ষকদের তার বাড়ির চাকর মনে করেন। অকথ্য ভাষায় গালি- গালাজ করেন। হুমকি ধামকি দেন। ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষক- শিক্ষিকাদের মারতে উদ্যত হন। আজে-বাজে কথা বলেন। সে একজন বিকারগ্রস্থ না হলে এমন করতে পারেনা। তাকে এলাকার মানুষ কানকাটা মুকুল নামেই চিনে।
বক্তারা আরো বলেন, গতকাল ৫ মার্চ স্কুলের পিয়নকে দিয়ে শিক্ষিকা আকলিমা খাতুনকে স্কুলে আসতে বলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান। স্কুলে আসা মাত্রই কোন কিছু বুঝে ওঠার আগেই প্রধান শিক্ষক আকলিমাকে মারপিট করেন। অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন। যা একজন শিক্ষকের মুখে কোনদিন শোভা পায়না। আমরা তার উপযুক্ত বিচার চাই। স্কুলের এমন কোন শিক্ষক নেই যিনি মুকুল মাস্টারের দ্বারা লাঞ্ছিত হননি।
এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের বহিস্কার ও তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করে মুহুর্মুহু স্লোগান দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সাথে প্রায়ই খারাপ আচরণ করে থাকেন। অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এমনকি কথায় কথায় শিক্ষক-শিক্ষার্থীদের গায়েও হাত তোলেন। মানববন্ধনকারীরা অবিলম্বে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলকে বহিস্কারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।এব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল জানান- একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষিকার সঙ্গে কথা কাটাকাটি হয়।এছাড়া আর কিছুই হয়নি। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে আমার শত্রু পক্ষের লোকজন দ্বারা প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে যেসব বিষয় অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষের লোকজন এসব করছে। এসময় তিনি সংশ্লিষ্ট সবাই কে সরেজমিনে তদন্ত করে সঠিক তথ্য উদঘাটন করার দাবি জানান।
Leave a Reply