আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সরকারি যাকাত ফান্ড হতে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে অসহায় গরীব মানুষের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়।
যাকাতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অর্থ বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশন সদর উপজেলার ফিল্ড সুপারপাইজার (রাজস্ব) আজিজুর রহমান, ফিল্ড সুপারপাইজার আসাদুল্লাহ, থানা জামে মসজিদ খতিব মাওলানা এহসানুর রহমান, মিল বাজার জামে মসজিদের ইমাম আক্তারুজ্জামাস সহ আরো অনেকে প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশন অফিস সহকারী শেখ মাহবুবর রহমান। সদর উপজেলার অসহায় গরীব মানুষের মাঝে ৬৭ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়।
Leave a Reply