শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ভুরুলিয়া,শ্যামনগর সদর ও ঈশ্বরীপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেনে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ইশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী প্রমূখ। এ সময় ৩টি ইউনিয়নে ৩৬ জন ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত আসনের সদস্য শপথ গ্রহণ করেন।
Leave a Reply