নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনা মোতাবেক সাতক্ষীরায় যুবলীগের পক্ষে অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকার শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় তিনি বলেন, ‘বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করা। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সাতক্ষীরায় যুবলীগের কার্যক্রম ‘মানবিক যুবলীগ’-এ পরিণত হবে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর রহমান।
Leave a Reply