মোমিন সাতক্ষীরা: জমে উঠেতে শুরু করেছে সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কের বৈশাখী মেলা। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার দৃঢ় প্রত্যয়ে সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে ১৫দিনব্যাপি বৈশাখী মেলা গত ২৮ এপ্রিল উদ্বোধন করা হলেও ঢাকার ব্যবসায়ীরা না আসায় মেলা সেভাবে জমেনি। শুক্রবার সন্ধ্যা থেকে মেলা প্রাঙ্গণে দেখা গেছে কেউ কেউ বাচ্চাদের নিয়ে নাগরদোলায় দুলছেন। কেউ আবার শখের পণ্য কিনছেন। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন শখের পণ্য। কেউ ফুচকা, চটপটিসহ বিভিন্ন মুখরোচক খাবার খাচ্ছেন। কেউ আবার সেলফি তুলছেন। এমনিভাবে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলায় এমনটিই দেখা গেছে ।
মেলায় পরিবারকে নিয়ে ঘুরতে এসেছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ & সম্পাদক ও প্রকাশক ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন। মেলা ঘুরে তিনি বলেন, গত ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব বৈশাখ পালন হলেও বিভিন্ন কারণে দেরিতে বৈশাখী মেলা শুরু হয়েছে সেজন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। মেলায় নাগরদোলাসহ অনেক স্টল বসেছে। মানুষের বিনোদনের অভাব। সেজন্য পরিবারের সদস্যদের সাথে নিয়ে মেলায় আসেছি। গ্রামের যাত্রাপালা, গ্রামীন যে সংস্কৃতিতে ভাটা পড়ার কারণে অনেক মেলায় আসছেন। রাজ্জাক পার্কের প্রতিটি মেলায় উপচেপড়া ভিড় হয়। এই মেলা জমে উঠতে শুরু করেছে।
ফারুক হোসেন সোহাগ বলেন, মেলায় এসে ভালো লাগছে। মেলা যেভাবে জমার কথা সেভাবে এখন জমেনি তবে মেলা জমে উঠতে শুরু করেছে। এই কয়দিন কোন লোকজন ছিলো না। আজ সন্ধ্যা থেকে কিছু মানুষ মেলায় অসেছে। মেলা জমজমাট হবে বলে আশা করছি।
প্রসঙ্গত, শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড়িয়ে এ বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রায় শতাধিক বিভিন্ন স্টল বসেছে। মেলা চলবে ১৩মে পর্যন্ত।
Leave a Reply