বিশেষ প্রতিনিধি, দেবহাটা: দেবহাটায় নৈশকালীন ডিউটিরত অবস্থায় রাসায়নিক মেশানো অপরিপক্ক দশটন আম বোঝাই চারটি পিকআপ আটক করায় নওয়াপাড়া ইউনিয়নের ৮ গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী নওয়াপাড়া ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে গ্রাম পুলিশদের হাতে এ পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী।
উল্লেখ্য যে, জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আম পেড়ে কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক ব্যবহার করে পাকিয়ে বিক্রি করছে। সরকারি এই নির্দেশনা ও সাতক্ষীরার আমের সুনাম রক্ষায় ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহ ও অপরিপক্ক আম জব্দ করতে বিশেষ ভূমিকা রাখায় ওই ৮ গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান করা হয়। নির্বাহী কর্মকর্তার নিকট থেকে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পুরষ্কৃত হয়ে খুশি হয়েছেন গ্রাম পুলিশরা।
Leave a Reply