যোহর নামাজ বাদ পাওয়ার হাউস মসজিদে গাছের চারা প্রদান করেন শেখ এজাজ আহমেদ স্বপন
স্টাফ রিপোর্টার: বর্তমান সময়ে আবহাওয়ার প্রতিকুলতা কাটাতে সাহায্য করতে পারে সবুজ বনায়ন । সেই লক্ষ্যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান,মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন শেনি পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন সাতক্ষীরার সাতক্ষীরার নব্বইয়ের দশকের ছাত্রনেতা হাসিমুখ-সেঞ্চুরি একাডেমির পরিচালক ও গ্রিন এনভায়র্নমেন্ট মুভমেন্টের সভাপতি এজাজ আহমেদ স্বপন। কখনো পথচারি দের হাতে গাছের চারা প্রদান ,আবার কখনো ভ্যান চালকদের মাঝে গাছের চারা তুলে দিচ্ছেন, গাছ নিয়ে হাজির হচ্ছেন মসজিদে মসজিদে।
১২-ই সেপ্টম্বর রোজ মঙ্গলবার সাতক্ষীরা পাওয়ার হাউস মসজিদে যোহরের আগ মূর্হুতে গাছের চারা নিয়ে হাজির হয়েছিলেন তিনি । যোহর নামাজ শেষে উপস্থিত সকল মুসুল্লিদে মাঝে গাছের চারা প্রদান করা হয়। সাতক্ষীরা পাওয়ার হাউস মসজিদের ইমাম সাহেব নিজ হাতে গাছের চারা প্রদান করেন । কিছু দিন আগে সদর থানা জামে মসজিদে গাছের চারা প্রদান করেছিলেন ।
Leave a Reply