আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১৮ মে শনিবার রাতে চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোরশেদের চিংড়ি মাছ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আ’লীগ নেতা মো: নুর ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’ লীগের সহ-সভাপতি আবু আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়ি প্রতীকের প্রার্থী গোলাম মোরশেদ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সুমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- গোলাম মোরশেদ মাটি ও গণমানুষের নেতা। তিনি নির্বাচিত হলে সাতক্ষীরার ব্যাপক উন্নয়ন হবে। তিনি দলমত নির্বিশেষে সবাই কে ঐক্যবদ্ধ ভাবে গোলাম মোরশেদের চিংড়ি মাছ মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন- মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গ্রাম অঞ্চলের খেটে খাওয়া অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমি চিংড়ি মাছ প্রতীকে ভোট দেওয়ার কোন বিকল্প নেই। এসময় বৈরী আবহাওয়ার মধ্যেও জনসভায় জনতার ঢাল নামে। গোলাম মোরশেদ বলেন-আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি নির্বাচিত হয়ে আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। ব্রহ্মরাজপুর মোটর শ্রমিক ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যেরমধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম,জি এম আমিনুল হক আওয়ামীলীগ নেতা মোঃ নুর ইসলাম গাজী মোঃ আব্দুল কুদ্দুস, আবুল কালাম, শ্রমিক ক্লাবের সভাপতি আঃ সালাম, আছাদুল ইসলাম, সাইফুল ইসলাম , আজিজুল ইসলাম, রবিউল ইসলাম, আদর আলী, জিয়ারুল ইসলাম, আব্দুল আলীম টুটুল, মহাসিন আলী, সোহাগ হোসেন, হুমায়ূন কবীর, জয়ন্ত মল্লিক, রুহুল আমীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুল কুদ্দুস।
Leave a Reply