নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকার পুটখালী থেকে মাদক ও অস্ত্রের একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার (০৩ মার্চ) খুব ভোরে সীমান্ত এলাকা থেকে এ মাদক ও অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মুনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে একটি অস্ত্র চালান নিয়ে বেনাপোল সীমান্ত এলাকার পুটখালী গ্রামের একটি আমবাগানে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরে সেখান থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন , ৭ রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
Leave a Reply