ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাস-ট্রাক মালিক সমিতি,বাস-ট্রাক শ্রমিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। অদ্য-৩০/০৮/২০২৩ তারিখে সভার শুরুতেই পুলিশ সুপার মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকল শ্রমিকদের সাথে ভালো ব্যবহার, তাদের প্রাপ্য সন্মান প্রদান,অতিরিক্ত সময় গাড়ী না চালানো,গাড়ী থেকে চাঁদা না তোলা সহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব মীর আবিদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,জনাব মিঠুন কুমার কুন্ডু,সহকারী পুলিশ সুপার,(শিক্ষানবিশ) সহ পুলিশের ঊর্ধ্বতন অফিসার বৃন্দ।
Leave a Reply