নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা বাইপাস সড়কে চায়ের দোকানের আড়ালে মাদককারবারি ও জুয়াসহ নানা অপকর্মের আস্তানা গড়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানান, দীর্ঘদিন যাবত ধরে শহরতলীর বাইপাস সড়কের পাশে কাশেমপুর ইটভাটার সংলগ্ন জনৈক আবুল হাছান নামের এক ব্যক্তির চায়ের দোকানের আড়ালে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন এলাকা থেকে আসা মাদক ব্যবসায়ীদের যাতায়াত করতে দেখা যায়। এছাড়া মাদক বিক্রি করারও অভিযোগ রয়েছে। ছিনতাইকারী, চোর, জুয়াড়ি ও মাদকসেবীরা জুয়ার আসর বসায় এখানে। চায়ের দোকানের আড়ালে এসব অপকর্মে সহযোগিতা করার সুবাদে দোকানী হাছান পায় মোটা অংকের টাকার ভাগ। স্থানীয়রা জানান, জনৈক আবুল হাছানের সহযোগিতায় তার চায়ের দোকানে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করা হয়। গভীরাত পর্যন্ত চলে মাদক বিক্রি। তাসের মাধ্যমে চলে জুয়ার আসর। এতে ধ্বংস হচ্ছে যুব সমাজ। শিক্ষার্থী, গাড়ির চালক ও হেলপাররা নাকি এসবের খরিদ্দার।
বাইপাস সড়ক থেকে প্রায়ই দিনদুপুরে ও সন্ধ্যার পর ফাঁকা স্থানে পথচারীদের কাছে থাকা টাকা, দামি মোটরসাইকেল, বাইসাইকেল, গহনা ও স্মার্ট মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়াও মাদকসেবী ও জুয়ারীদের তৎপরতায় বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসায় হচ্ছে। ফসলী মাঠে হচ্ছে সেচমোটর ও যন্ত্রপাতি চুরি। হাঁস মুরগী, ছাগল, গরু, বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইকও বাদ যাচ্ছে না।
স্থানীয় একাধিক সুত্রে আরো জানান, ইতোপূর্বে শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে কামালনগর, কদমতলা, বাঁশঘাটা, লাবসা, কাটিয়া, কাশেমপুর, বকচরা, রসুলপুর, পায়রাডাঙ্গা, বালিয়াডাঙ্গা, ভোবানীপুর, গোদাঘাটা, শিয়ালডাঙ্গা, বাবুলিয়া, আবাদেরহাট, শিবপুর, রাজনগরসহ বিভিন্ন এলাকায় একাধিক বাসাবাড়ি ও দোকানে চুরি হয়েছে। এদিকে সাতক্ষীরা জেলা ও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মধুমোল্লার ডাঙ্গী, খুলনা রোড মোড়, কুশখালী, শিকড়ী, পাঁচরখী, কদমতলা, বাঁশদহ, চালতেতলা, কাটিয়া, কাশেমপুর ও বাইপাস সড়কসহ বিভিন্ন স্থান থেকে চিহ্নিত জড়িত চোরাচালান মাদক বিক্রেতা, মাদকসেবী, ছিনতাইকারী ও চোরদের মধ্যে জনৈক সাগর, হাছানুজ্জামান হাসান, একরামুল, ছাইফুল, নরুজ্জামান, সালাম, বিপ্লব, নাঈম, নুর ইসলাম, আলিম বাবু, জাহিদুল, ইব্রাহিম, গনি, মহিদুল, নাঈম, হাবিবুল্লাহকেসহ আরো অনেককে মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ। কিন্তু এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব ব্যক্তিদের পুলিশ আটক করলেও অনেকে বেরিয়ে এসে আবারও অপকর্ম করে যাচ্ছে। এব্যাপারে এলাকবাসি পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply