বিশেষ প্রতিনিধি: বহেরার প্রাপ্ত মন্ডল জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে। স্বাধীনতার ৫০বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে বুধবার(২মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে রচনা, কুইজ, সঙ্গীত, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে দেবহাটা উপজেলার বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র প্রাপ্ত মন্ডল এবং সে প্রথম হয়। সে কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের শিক্ষক প্রশান্ত কুমার মন্ডলের ছেলে। প্রাপ্ত মন্ডল কুইজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষীকা তাকে ধন্যবাদ জানান।
Leave a Reply