বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার বহেরা আজিজুল তছিমুদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮আগষ্ট) ১১টায় অত্র বিদ্যালয়ের হলরুমে নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: ইমাদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জাহাঙ্গীর কবির ও সন্তোষ কুমার পাল। এসময় সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম খান, শিক্ষক মুজিবুদৌলা শামীম, তপন কুমার বাইন, রাম প্রসাদ, রুবেল আহমেদ, আমিমুল হাসান, জ্যোতি রাণী, হাফিজা খাতুসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply