পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকের ভুল অপারেশনে সম্পা খাতুন (৩২) এর অকাল মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ঐ ক্লিনিক বন্ধের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। এরকম ঘটনা ইতিপূর্বেও ঘটেছে। সে সকল রোগীর স্বজনদের ক্লিনিকের মালিক পুলক পাল মোটা অংকের অর্থ দিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছে বলে এমন অভিযোগ একেরপর এক আসতে শুরু হয়েছে। এদিকে একটি মহলের দাবী ক্লিনিক চালাতে হলে সেই ক্লিনিকের মালিকের এমবিবিএস ডাক্তার না হলে ক্লিনিক/হাসপাতাল চালানো সরকারি কোন নিয়ম নেই কিন্তু লোকনাথ ক্লিনিক মালিক পুলক পালের নেই কোন ডাক্তারী সার্টিফিকেট। গায়ের জোরে ৪তলা ভবন ভাড়া নিয়ে অনভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে লোকনাথ ক্লিনিকের মালিক পুলক পাল। যার নেই কোন বৈধ কাগজ পত্র। উপর মহলকে ম্যানেজ কে করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে পাটকেলঘাটা এলাকার হাজার হাজার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এই ক্লিনিক মালিকের উপর। যে কোন মুহুর্তে উক্ত ক্লিনিকের উপর হামলা করতে পারে। উল্লেখ্য গত রবিবার পাটকেলঘাটার চৌগাছা গ্রামের শেখ বদরুজ্জামানের স্ত্রী সম্পাকে অনভিজ্ঞ ডাক্তার দ্বারা ভুল অপারেশনে মৃত্যু ঘটে। এদিকে লোকনাথ ক্লিনিক বন্ধ ও মালিক পুলক পালের শাস্তির জন্য এলাকাবাসী সাতক্ষীরা সিভিল সার্জনের নিকট দাবী জানান। এ বিষয়ে মৃত সম্পা খাতুনের স্বামী সাংবাদিকদের জানান আমার স্ত্রীর লাশ বাড়ী নেওয়ার জন্য আমাকে ক্লিনিকের উপরে মালিকের রুমে নিয়ে একটি কাগজে সহি করে নিয়ে বলেন এবার স্ত্রীর লাশ বাড়ী নিয়ে যাও। পরদিন সকালে আমি জানতে পারি আমি নাকি আমার স্ত্রীর মৃত্যুর কারনে কাগজে স্বাক্ষর করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরন নিয়েছি। কিন্তু আমি টাকা সম্পর্কে কিছুই জানিনা।
Leave a Reply