মোঃ ইব্রাহীম সানা পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলায় চলছে ডাক্তারদের কর্মবিরতি, খুলনায় ডাক্তারের উপর হামলার প্রতিবাদে পাইকগাছায় সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগ খোলা ছিল। ফলে দূর দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রুগীরা পড়ে ভোগান্তিতে। চিকিৎসা না নিতে পেরে ফিরে যেতে হয় বাড়িতে । দুর্ভোগের মধ্যে পড়ে সাধারণ চিকিৎসা নিতে আসা রোগীরা। নাম না বলতে ইচ্ছুক এক শিশু রোগীর মা বলেন ,আমার বাচ্চা খুবই অসুস্থ, হাসপাতালে নিয়ে এসেছিলাম চিকিৎসার জন্য, হাসপাতাল বন্ধ থাকার কারণে বাচ্চা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, জানিনা কি হবে আমার বাচ্চার। বাঁকা গ্রামের অঞ্জলি রানী বলেন, আমার খুব ডায়াবেটিস বেড়েছে তাই ওষুধ নিতে এসেছিলাম কিন্তু হাসপাতাল বন্ধ থাকার কারণে বাড়ি ফিরে যেতে হচ্ছে।
বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত। এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা এই কর্মসূচি ঘোষণা করে। জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছে।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীতিশ চন্দ্র গোলদার বলেন, খুলনায় ডাঃ নিশাত আবদুল্লাহর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চলবে তবে জরুরী বিভাগ খোলা থাকবে ।
Leave a Reply