স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার ৫টি ও সদরের ফিংড়ী ইউনিয়নের প্রান্তিক প্রান্তিক জন সংগঠনের সদস্যদের নিয়ে ভূমিহীন সমাবেশ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯ টায় পল্লী চেতনা কার্যালয়ে চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউকে এইড এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পল্লী চেতনা জোড়দিয়া সাতক্ষীরা আপেল প্রকল্পের আওতায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ভূমি কমিটির সভাপতি অধ্যক্ষ আনিছুর রহিম। পল্লী চেতনা পরিচালক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এলআরপি শেখ আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, দৈনিক মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক এ এলাহি, দৈনিক প্রথম আলো সাতক্ষীরা স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, দেবহাটা-কালিগঞ্জ উপজেলা ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি ওহাব আলি সরদার, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি আঞ্জুমান আরা মিলি, সাবেক ইউপি সদস্য এস এম হুমায়ন কবির, কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতি জেলা সভাপতি শিবপদ মন্ডল প্রমুখ। আশাশুনি উপজেলার বুধহাটা, কুল্যা, কাদাকাটি, দরগাহপুর, বড়দল ও খাজরা ইউনিয়ন এবং সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের প্রান্তিক জন সংঘটনের সদস্যবৃন্দের অংশ গ্রহনে বক্তাগণ, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা, তাদের অধিকার আদায়ে আপেল প্রকল্পের আওতায় সেবা প্রদানের ফলাফল, জেলার ভূমিহীন ও মৎস্যজীবি-জেলেদের অবস্থা, খাস জমি, ভূমিহীনদের বর্তমান অবস্থা, ডিসিআর প্রাপ্তি, চিরস্থায়ী বন্দোবস্তসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাথে সাথে জন প্রতিনিধি, সাংবাদিক, ভূমিহীনদের নিয়ে কাজ করা সংগঠন এবং সর্বোচরি পল্লী চেতনার ভবিষ্যৎ পরিকল্পনা ও করনীয়তা নিয়ে আলোচনা ও প্রস্তাব করা হয়।
আলোচনা সভার আগে ভূমিহীন, খাস জমি, পরিবেশ, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রিয় রয়াতি ইয়াকুব আলির নেতৃত্বে জারীগান, সংগীত পরিবেশন ও নাটিকা মঞ্চস্থ করা হয়।
Leave a Reply