শাহিনুর ইসলাম: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ও ছয় বারের নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের বহেরা দক্ষিণপাড়া যুব কমিটির উদ্যোগে আছাদুল হককে আদরে-ভালোবাসায় বরণ করে নিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়নের ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, আশরাফুজ্জামন আশু, শিক্ষক সঞ্চয় সরকার, ডা: মনিরুজ্জামান ও কুলিয়ার ইউপি ১,৩,৪,৫,৬,৭,৮,৯ ওয়ার্ডের সকল সদস্য ও সদস্যাবৃন্দসহ এলাকার সহ¯্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি পাঁচ বছর চেয়ারম্যান না হয়েও সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। তিনি বিগত দিনে চেয়ারম্যান ইউপি সদস্য-সদস্যাদের সার্বিক সহযোগিতা, দিক-নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম ইউনিয়ন ও এলাকার উন্নয়নে সফলভাবে সম্পাদন করেছেন। জনসেবা প্রদানের মাধ্যমে এলাকায় সফল ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত টিআর, কাবিখা-টাবিখা, কর্মসৃজন প্রকল্প, এলজিএসপি, ওয়ান পারসেন্ট, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেঞ্চ, কমিউনিটি ক্লিনিকে ফ্যান, চেয়ার, আলমারি, অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণে ব্রীজ ও কালভার্ট নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দিয়েছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কাজ করে দলমত নির্বিশেষে তিনি এই ইউনিয়নের মানুষের কাছে আস্থা অর্জন করেছেন। চেয়ারম্যান আছাদুল হক সব সময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন। মানুষের ভালোবাসা পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান হিসাবে পেয়ে খুশিতে ভরপুর। তাকে আর কেউ হারাতে চান না।
Leave a Reply