দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, দেবহাটা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
Leave a Reply