স্টাফ রিপোর্টার: দেবহাটায় অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের মাঝে এসব বকনা গরু বিতরণ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান বাবলু প্রমুখ। এসময় বাস্তবায়নকারি সংস্থা দু’টির বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply