কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রদলের আয়োজনে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সখিপুর মোড়ে বুধবার ১ জানুয়ারী ২০২৫ ইং তারিখ বিকাল ৪টায় শুরুতে একটি র্যালী সখিপুর মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সখিপুর মোড়ে এক সমাবেশ ও আলোচনা সভা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান ও উপজেলা বিএনপির অন্যতম নেতা আবুল হোসেন বকুল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজুল মোল্লা, বিএনপির অন্যতম নেতা সাবেক ছাত্রনেতা এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন তুহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্ট্রি প্রমুখ। বক্তারা, আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করে জনগণের কাতারে যেয়ে রাজনীতি করার আহবান জানান। এছাড়া স্বৈরাচার পতনের পরে এখনো যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদের সেসকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এর আগে পায়রা উড়িয়ে ছাত্রদলের প্রতিষ্টাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করা হয়।
Leave a Reply