দেবহাটা প্রতিনিধি: দেবহাটার স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগীদের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপ-সচিব আকবর হোসেন। বৃহস্পতিবার দেবহাটা উপজেলার পারুলিয়া, সখিপুর, দেবহাটা ইউনিয়নের স্বপ্ন কর্মীদের বিভিন্ন উন্নয়নমূখি কর্মকান্ড পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, স্বপ্ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার শেখ ফিরোজ হোসেন, আবু জাফর সিদ্দিক মিলন।
এসময় উপ-সচিব আকবর হোসেন বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র অর্থায়নে পরিচালিত সুশীলনের বাস্তবায়নে সমাপ্ত হওয়া স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগীদের চা-মুদি দোকান, গরু-ছাগল পালন, কবুতর পালন, সিট কাপড়ের ব্যবসা পরিদর্শন করেন। একই সাথে প্রকল্পের বিভিন্ন এলাকার কর্মীদের সাথে গ্রুপ মিটিং করেন তিনি।
Leave a Reply