স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা থানার কুলিয়া এলাকার আব্দুল মান্নান গাজী (৫৫) ৪ বোতল ফেন্সিডিলসহ খুলনা জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনার ফুলতলা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ডাকঘরের সামনে হতে তাকে গ্রেপ্তার করা হয়। সে কুলিয়া গ্রামের জামাল উদ্দীন গাজীর ছেলে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশ অফিস জানায়, শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে ৪ (চার) বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোনসহ আব্দুল মান্নান গাজীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে এসআই আল আমিন বাদী হয়ে ফুলতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উল্লেখিত মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
Leave a Reply