স্টাফ রিপোর্টার: ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন ও ফজিলতপূর্ণ রমজান মাসের পবিত্রতা রক্ষায় দেবহাটায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৃথক আয়োজনে এ সভা গুলো অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, পল্লী বিদ্যুৎ দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply