কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে। ১১/১২/২০২১ তারিখ এসআই (নিঃ) সৈয়দ মোবাশ্বের আলী, এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) আশিক রায়হায়, এএসআই (নিঃ) সুজিত কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ মোজাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার বিভিন্ন এলাকা হইতে
সাজাপ্রাপ্ত সেসন ৮৩৯/২০ এর (নয় মাসের সাজাপ্রাপ্ত) আসামী ১। শাহ আলম বাবু, পিতা-মৃত তাজউদ্দীন করীকর, সাং-ঘড়িয়াডাঙ্গা, পারীঃ জারিঃ ২৫/১৮ এর (তিন মাসের সাজাপ্রাপ্ত) আসামী ২। মোঃ বাবুল হোসেন, পিতা-মুজিবর রহমান, সাং-উত্তর সখিপুর, এবং আসামী ৩। গোলাম সানা, পিতা-মৃত ধনাই সানা, সাং-আতাপুর, ৪। মাহেন্দ্র দাস, পিতা-মৃত বাসুদেব দাস, সাং-উত্তর সখিপুর, ৫। মহিদুল গাজী, পিতা-মৃত আদর আলী গাজী, সাং-বসন্তপুর, ৬। মোঃ সেলিম রেজা, পিতা-মোঃ শামছুর রহমান, সাং-উত্তর পারুলিয়া, ৭। মোঃ শেখ মতিউর রহমান, পিতা-মৃত শেখ আব্দুর রশিদ, সাং-কাজীমহল্লা, সর্বথানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করিয়া ইং-১২/১২/২০২১ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply