কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে একাধিক চুরি মামলার ০১ জন আসামী এবং নিয়মিত মামলার ০১ জন সহ ০২ জন আসামী গ্রেফতার করেছেন। থানা সূত্রে জানা যায়। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) দিক নির্দেশনায়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল-অতিরিক্ত দায়িত্বে) মোঃ আমিনুর রহমান সার্বিক তত্ত্বাবধানে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ১৫ ই ফেব্রুয়ারি এসআই মোঃ মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ। দেবহাটা থানার জগন্নাথপুর এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০৩, তাং-১৫/০২/২০২৩, ধারা-৩৭৯,৫১১ পিসি এর আসামী ১। শেখ শাওন(২৪), পিতা-শেখ সালাউদ্দীন, মাতা-খাদিজা পারভীন , গ্রাম- হাদিপুর, বর্তমানে- সাতক্ষীরা সদর থানাধীন ডাঙ্গী গ্রামের জনৈক মধু মোল্যার বাড়ির ভাড়াটিয়া, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং একই তারিখ এসআই(নিঃ) শোভন দাশ সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং-০২, তাং-১৫/০২/২০২৩, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ এর আসামী ২। মোঃ আল আমিন @ রনি(২৬), পিতা-মোঃ রেজাউল সরদার , গ্রাম- দক্ষিন কুলিয়া , থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে ১৫ ই ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply