কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।বিষেশ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী ভুমি কমিশনার মোঃ রিফাতুল ইসলাম দেবহাটা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানাউল্লাহ মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন,রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা সাধারণ সম্পাদক কে এম রেজাউল করিম কুলিয়া ইউপি চেয়ারম্যান নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল সত্তার সহ বিজিবি প্রতিনিধি ভাতশালা ও দেবহাটা ক্যাম্প কমান্ডার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় বাল্যবিবাহ, মাদক, চোরাচালান, মানব পাচার প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ইটভাটায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, ওভারলোড নিয়ে যানবাহন বন্ধ, অবৈধ ভাবে রেনু পোনা আমদানি না করে সরকারি ভাবে আনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সড়কের পাশে মৎস্যঘেরে ভেড়ি বাদ না দেওয়ায় সরকারি রাস্তা নষ্ট হচ্ছে, সে লক্ষে মাইকিং পরবর্তী দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
Leave a Reply