আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলায় লাবসা ইউনিয়নের বিভিন্ন রাস্তা দিয়ে মাটি বোঝয় ট্রাক চলছে। ফলে যে কোন সময় বড় দুর্ঘটনার শঙ্কা তৈরী হয়েছে। গত বছর ২কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে নির্মিত রাস্তাটি খানা খন্দ হতে চলেছে। সরেজমিনে দেখা যায়,সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের ফসলী জমির মাঠ থেকে এসকেভেটর দিয়ে মাটি কেটে অবৈধ ভারি ট্রাকে করে বিভিন্ন ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে রাস্তাগুলো ভারি যানবাহন চলার কারণে কোথাও কোথাও ফুলে উঠেছে কোথাও আবার খানা খন্দ তৈরী হয়েছে। রাস্তাজুড়ে পড়ে আছে মাটি। ছোটখাট দূর্ঘটনা প্রতিদিন ঘটছেই। গ্রামের রাস্তা দিয়ে খুব দ্রæত অবৈধ ড্রাম্পার ট্রাক চলার কারনে যে কোন সময় বড় দুর্ঘটনার শঙ্কা তৈরী হয়েছে। পথচারীরা বলেন, ট্রাক পাশ দিয়ে খুব দ্রæত যাচ্ছে, রাস্তায় মাটি পড়ে আছে, আমরা মরলে কার কি? এ বিষয়ে কয়েক জন গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেবনগর গ্রামের মফেজ উদ্দিনের ছেলে মাটি ব্যাবসায়ী আবুহার, লাবসা ইউনিয়নের চার নং ওয়ার্ড মেম্বর আসাদুল এবং তার ভাই আলতু। ঐ লোকজন খুব খারাপ যাকে তাকে ধরে মারে। চেয়ারম্যান বাধা দিয়ে কিছুই করতে পারিনি আমরা বাধা দিলে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে। এ বিষয়ে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, গত বছর দুই কোটি ৩০ লক্ষ টাকা ব্যায়ে সরকার জনসাধরণের চলাচলের জন্য লাবসা ইউনিয়ন পরিষদ থেকে কদমতলা পর্যন্ত রাস্তা তৈরী করেছে কিন্তু লাবসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বর মোঃ আসাদুজ্জামান (আসাদুল) এবং তার ভাই নিজ ব্যক্তি স্বার্থে রাস্তাটি ধ্বংশ করছে আমি দুই বার গ্রাম পুলিশ পাঠিয়েছি তারা শুনেনি। তারপর আমি চেয়ারম্যান এবং এগারো জন মেম্বর ইউনিয়ন পরিষদের প্যাডের উপরে সীলমহরসহ সাক্ষর করে এসপি এবং ওসি বরাবর একটি দরখস্থ করেছি কিন্তু কাজটি বন্ধ হয় নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া বলেন, যেহেতু আমার বিষয়টা জানা ছিল না আমি খুব দ্রæত ব্যাবস্থা গ্রহন করব।
Leave a Reply