জিয়াউর রহমান: সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে দক্ষিণ ফিংড়ী কেন্দ্রীয় জামে মসজিদে সংষ্কার কাজ চলছে। ঈদ কে সামনে রেখে বর্ষা মৌসুমের আগেই মসজিদ কেন্দ্রিক বেশ কয়েকটি সংষ্কার কাজের পরিকল্পনা রয়েছে মসজিদ কমিটির।সরেজমিনে জানা যায়- দক্ষিণ ফিংড়ী জামে মসজিদ এলাকার মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। এলাকার মানুষ গরীব হলেও দানের ক্ষেত্রে তারা পিছপা হন না। সংষ্কার প্রসঙ্গে মসজিদ কমিটির সভাপতি মাওঃ জুম্মান আলী জানান- আামাদের মসজিদে ঈদগাহ ছিলোনা, মসজিদ সংলগ্ন পুকুর ক্রয় করে মাটি ভরাট দিয়ে আমরা ঈদগাহ তেরী করেছি। ঈদগাহ তৈরীতে প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়েছে। ফিংড়ীর কৃতি সন্তান বার বার নির্বাচিত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম আামাদের ঈদগাহে দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলেন। আমরা তার নিকট কৃতজ্ঞ।এখন বর্তমানে ঈদগাহে রাস্তার সমান করে মাটি ভারাটের কাজ চলছে। ঈদগাহের উত্তর পাশের বাউন্ডারীর প্রাচীরের কাজ চলছে। মসজিদের দক্ষিণ পাশের প্রাচীরের কাজ দ্রুত শুরু করতে হবে। সবমিলিয়ে দুই থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন। তিনি দক্ষিণ ফিংড়ী মসজিদ কে একটি মডেল মসজিদ হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন এবং সেই সাথে সাথে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিগনের সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply