নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি মোঃ আজমল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাঃ সরোয়ার হোসেন।
আরও বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তারক নাথ পাল সহ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ অলিয়ার রহমান, শেখ সাহাজাদা শাহিন, মোঃ রবিউল ইসলাম, মেজবাহ কবির । বিদায়ী শিক্ষার্থী রাসেল , রোহান, আলিফ, আবিদ, রিয়াদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ আলতাফ হুসাইন।
Leave a Reply