নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গরীব, অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফা, শাহানাজ পারভীন মিলি, ওবায়দুর রহমান লালটু। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম খলিলুর রহমান, হিসাবরক্ষক আবু হোরায়রাসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় জেলা পরিষদের অর্থায়নে চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply