নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর জামিয়া ইসলামিয়া রশিদিয়া হোসাইনাবাদ মাদ্রাসার মাওলানা মিজানুর রহমান ও আবু নাঈম এর মুক্তির দাবিতে মানব বন্ধন ও শিক্ষার্থীদের অনশন কর্মসূচি বৃহস্পতিবার সকালে অত্র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন মাওলানা রোকনুজ্জামান, যথা হাফেজ মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ মাওলানা এনামুল হাসানসহ শিক্ষার্থীরা, মাহদী, সিফাত, রিফাত, মন্জুরুল ইসলাম প্রমূখ। বক্তব্যে বলেন সাতক্ষীরার শ্যামনগর জামিয়া ইসলামিয়া রশিদিয়া হোসাইনাবাদ, ধুমঘাট, অন্তাখালী মাদ্রাসা ২০০৬ সালে মাওলানা মিজানুর রহমান এর একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয় । এই মাদ্রাসায় দিনি শিক্ষা দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরে ও বিনামূল্যে খাবার দেওয়া হয় ।এই মাদ্রাসার সার্থচরিত্র নষ্ট করার জন্য মাওলানা মিজানুর রহমানের ভাই ভাতিজা ও নাম ধারি কিছু ব্যক্তি নিজের সার্থ হাসিল করার জন্য মিথ্যা প্রপাগ্ডা ও অপপ্রচার করছে।
শুধু মাত্র ভাই ভাই বিরোধ কে কেন্দ্র করে একটি কুচক্রী মহল মাদ্রাসা বিরোধী ও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ধবংস করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সড়যন্ত্র অব্যহত রেখেছেন। এই মাদ্রাসার সকল শিক্ষার্থীরা মিজান হুজুরের মুক্তির জন্য জোর দাবি করেন এবং যতক্ষণ পর্যন্ত মুক্তি হবে না ততদিন আমরা আমরণ অনশনে থাকবো। উক্ত মাদ্রাসার একাধিক হুজুর এ প্রতিবেদক কে বলেন মাদ্রাসার বাচ্চারা সারাক্ষণ কান্না কাটি করছে শুধু তাই নয় হুজুরের মুক্তি না দেয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করছে না। তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সাথে সাথে অত্র মাদ্রাসাও ঐ কুচক্রী মহল ধবংস করতে মরিয়া।
মাদ্রাসা, মসজিদের মোতাওয়াল্লী বা মুহতামিম কে কেন্দ্র করে ও জমি সংক্রান্তে বিরোধ দ্বন্দ্বে জড়িয়ে মাওলানা মিজানুর রহমান এর বিরুদ্ধে ভন্ড পীর, খুনী, শরীয়তবিরোধী কার্যকলাপ ইত্যাদি অপবাদ দিয়ে হয়রানী করছে।
Leave a Reply