২৬ জুন ২০২২ রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করা হয়। এই বছর শুদ্ধাচার পুরস্কারে পুরস্কৃত হন জনাব মাশরুবা ফেরদৌস, উপপরিচালক, স্থানীয় সরকার, জনাব প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, তালা জনাব মোঃ সহিদুল ইসলাম, অফিস সহায়ক, জে এম শাখা, জনাব মোঃ বেনজির এবং জনাব মোঃ আলাউদ্দিন, অফিস সহায়ক, সাধারণ শাখা। উক্ত অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply